সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

যে পথে সমাবেশস্থলে আসবেন প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ ২১ মার্চ ২০১৮ | ১২:১০ পূর্বাহ্ন

আবু আজাদ, পটিয়া থেকে : আকাশপথে পটিয়ার খরনা ইউনিয়নের জলুয়ারদিঘি পাড় এলাকায় হেলিপ্যাডে অবতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভাস্থল পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠ থেকে চার কিলোমিটার দূরত্বে এই হেলিপ্যাড। সেখান থেকে গাড়িতে করে ব্যাপক নিরাপত্তার মধ্যদিয়ে কমলমুন্সির হাট, শ্রীমাই খাল ব্রিজ, বাস স্টেশন, ডাকবাংলো মোড় হয়ে স্কুলের প্রধান গেট দিয়ে জনসভায় প্রবেশ করবেন প্রধানমন্ত্রী।

হেলিপ্যাড থেকে জনসভাস্থলে আসতে প্রধানমন্ত্রীর পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগতে পারে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে এ সড়কে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেন, `বুধবার (২১ মার্চ) পতেঙ্গা নেভাল একাডেমি ও ঈশা খাঁ ঘাঁটিতে নৌবাহিনীর দুটি অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সরাসরি হেলিকপ্টারে পটিয়ায় আসবেন। সেখানে নির্মিত হেলিপ্যাড থেকে গাড়িযোগে পটিয়া স্কুলের মাঠে জনসভাস্থলে প্রবেশ করবেন। যে চার কিলোমিটার সড়ক বেয়ে প্রধানমন্ত্রী যাতায়াত করবেন সেখানে ব্যাপক নিরাপত্তা বলয় থাকবে।’

এদিকে তার আগমন উপলক্ষে নগরীর কর্ণফুলী সেতু চত্বর থেকে ২৭ কিলোমিটার পথ বেয়ে পটিয়া পৌরসভায় প্রবেশ করতেই চোখে পড়ে শেখ হাসিনার ছবি সম্বলিত রঙ-বেরঙের চোখ ধাঁধানো ব্যানার আর মোড়ে মোড়ে তোরণ। ভাঙাচোরা সড়কে চলছে সংস্কার কাজ, রাস্তার দুই পাশের গাছপালাগুলো সেজেছে রঙিন সাজে। অলি-গলিতে চলছে জনসভার মাইকিং। রাস্তার পাশে লাগানো মাইকে ভেসে আসছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ।

** নিরাপত্তার চাদরে গোটা পটিয়া
** জনসভাস্থলকে ঘিরে চলছে মিছিল, মাইকিং
** প্রধানমন্ত্রী উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ৪১ প্রকল্পের
** প্রধানমন্ত্রী আসছেন, তাই তিনদিন ধরে দোকান বন্ধ!

একুশে/এএ