রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

মিডিয়াকে সঙ্গে নিয়ে চট্টগ্রামকে বদলে দেবার প্রত্যয় আ জ ম নাছিরের

| প্রকাশিতঃ ৭ মার্চ ২০১৮ | ৯:৫৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : মিডিয়াকে সঙ্গে নিয়ে চট্টগ্রামকে বদলে দেবার প্রত্যয় ব্যক্ত করে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম হবে নতুন শহর।’

আ জ ম নাছির বলেন, ‘নগরী থেকে বিলবোর্ড উচ্ছেদেও সময় যেভাবে মিডিয়া আমাদের সাহায্য করেছে। সেভাবে আগামীতেও মিডিয়াকে সঙ্গে নিয়ে এ নগরীকে বদলে ফেলার কাজ চলবে।’

বুধবার (৭ মার্চ) রাত ৮ টার দিকে নগরীরর জামালখান মোড়ে নগরীর জামালখান সেন্ট মেরিস স্কুলের দেয়ালে ‘২০ বাঙালির ম্যুরাল’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য তিনি এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ‘২০ বাঙালির ম্যুরাল’ এর প্রকৌশলী অজয় পাল, শিল্পী শ্রীকান্ত আচার্য।

সিটি মেয়র বলেন, ‘মিডিয়ার সহায়তা না পেলে নগরী থেকে বিলবোর্ড উচ্ছেদ সম্ভব হতো না। একটু যদি সাপোর্ট দেন আগামী ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামকে বদলে দেব। চট্টগ্রাম হবে নতুন শহর।’

একুশে/এএ